স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্ত রাজেন্দ্রপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা, চোরাই মোটর সাইকেল ও মোবাইলসহ দুই মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
গতকাল রবিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কর্ণেল তানজিলের নির্দেশে একদল সিপাহী অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিনের পুত্র মোঃ নাজিম উদ্দিন (২৭), বেজুড়া গ্রামের মৃত ঝাড়- মিয়ার পুত্র রতন মিয়া (৩৭)। এ সময় ৮ কেজি ভারতীয় গাঁজা, ২টি মোবাইল এবং ১টি মোটর-সাইকেলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বাজারমূল্য(তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা। তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।” তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।” হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা ও দেশের মাদকবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।