স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গনঅধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ শনিবার হবিগঞ্জ অডিটরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতারের পূর্বে জিওপি) হবিগঞ্জ সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা গনঅধিক পরিষদের সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান। পরিচালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা সদস্য সচিব ও সমন্বয়ক (জিওপি) মৌলানা মোঃ ফরিদ আহাম্মদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ জেলা সাধারন সম্পাদক এডঃ নজরুল ইসলাম খান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আঃ মালেক রূদয়, জেলা সহ-সভাপতি লুৎফুর রহমান মজনু জিওপি হবিগঞ্জ জেলা শাখা, মোঃ মানিক মিয়া মেম্বার সহ-সভাপতি জিওপি হবিগঞ্জ জেলা শাখা, জেলা সহ সভাপতি মোঃ লোকমান হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আতাউর রহমান রাসেল মানবধিকার বিষয়ক সম্পাদক জিওপি হবিগঞ্জ জেলা শাখা।
এ ছাড়াও উপস্তিত ছিলেন সাহিদ সরদার জিওপি, জেলা সদস্য মোঃ ফিরুজ আলী, মোঃ মনিরুল ইসলাম হিরা, আহাদ মিয়া, বাবুল মিয়া, আঃ মজিদ, রফিক মিয়া প্রমূখ। হবিগঞ্জ জেলা অন্যান্য শাখার নেত্রীবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন- কাজী মোঃ মহসিন সেক্রেটারি জামায়াতে ইসলাম, এডঃ মোঃ মোজ্জামেল হোসেন রবিন আহ্বায়ক এবি পার্টি, এডঃ সাওয়ার রহমান চেীধুরী সাধারণ সম্পাদক খেলাপত মজলিশ, মোঃ মহিবুদ্দিন আহমেদ সোহেল আমীর ইসলামী আন্দোলন, পলাশ মাহমুদ সমন্বয়ক নাগরিক পার্টি, বিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আবু হাসিব চৌধুরী পাবেল, এটি এন বাংলার জেলা প্রতিনিধি এম এ হালিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শাহাউর রহমান বিল্লাল,দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফয়সল আহমেদ,সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, দৈনিক অবজার ভার পত্রিকার প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, সহ গনঅধিকার পরি ষদের জেলা, উপজেলা পর্যায়ের যুব অধিকার, ছাত্র অধিকার, মহিলা অধিকার পরিষদের নেত্রীবৃন্দ সহ দলের বিভিন্ন অঙ সংগঠনের সদস্য সদস্যাগন ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ গন।।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন জীবন, জেলা সাধারন সম্পাদক এডঃ নজরুল ইসলাম খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিফ চৌধুরী পাবেল, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ। এছাড়া আরো বক্তব্য রাখেন গন অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেত্রীবৃন্দগন। প্রধান অতিথি বক্তেব্যে চৌধুরী আশরাফুল বারী নোমান, সবাইজে সংযত হওয়ার আহ্বায়ক। রাখার আহ্বান জানায়। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর বর্তমানে বাংলাদেশে একটি অরাজকথার সৃষ্টি হয়েছে তিনি আহব্বান জানিয়ে বলেন যে, আসুন আমরা দল মত নির্বিশেষ সকলে ঐক্য বদ্ধ হয়ে এক সাথে কাজ করি দেশ কে এগিয়ে নিয়ে যা তা না হলে এদেশের মানুষ শান্তি পাবে না। তাই এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আগামী নির্বাচনে বিপি নুরের কোন বিকল্প নেই। উক্ত সভায় সভাপতি স্বাগত বক্তব্য ও মোনা জাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।