মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজায় গণহত্যার প্রতিবাদে শহরে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ হবিগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল ॥ ছাত্র জনতা দেশকে কারাগার থেকে মুক্ত করেছে-আমীরে মজলিস হবিগঞ্জ বিআরটিএ অফিসে নানা অজুহাতে চলছে বাণিজ্য খোশ আমদেদ মাহে রমজান মাধবপুরে বিবস্ত্র অবস্থায় নারীর লাশ উদ্ধার ॥ মিলেনি পরিচয় নবীগঞ্জের বড়চর ও রোকনপুর এলাকায় ॥ উরসের নামে অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবি লাখাই উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিভিন্নস্থানে ডাকাতি ও চুরি নিয়ে উদ্বেগ ॥ নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের সভা শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে হামলায় দুই সহোদর আহত ॥ ১ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পৌর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের পিতা শাফি মিয়া। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুল বশীরের ছেলে শাফি মিয়া। গুরুতর আহতরা হলেন- শাফি মিয়ার ছেলে আনন্দ মিয়া (১৮) ও জাহান মিয়া (৭)।
অভিযোগ সূত্রে জানা যায়- নবীগঞ্জ পৌর এলাকার মিষ্টু মিয়ার স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয় একই গ্রামের শাফি মিয়ার। উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরে আনমনু মাছ বাজারের ভিতরে শাফি মিয়ার ছেলে আনন্দ মিয়াকে কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি মারধর করে মিষ্টু মিয়া। এতে আনন্দ মিয়া গুরুতর আহত হয়। পরে নতুন বাজার এলাকায় শাফি মিয়ার ছোট ছেলে শিশু জাহান মিয়াকে পেয়ে এলোপাতাড়ি মারধর করে মিষ্টু মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় আনন্দ মিয়া ও তার ভাই জাহান মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনন্দ মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অপর আহত জাহান মিয়াকে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় রবিবার রাতে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুল বশীরের ছেলে শাফি মিয়া। বাদী শাফি মিয়া বলেন- আমর দুইটা অবুঝ শিশুরে এলোপাতাড়িভাবে মিষ্টু মিয়া মারধর করেছে, আমি আমার ছেলেদের উপর হামলাকারী মিষ্টু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com