স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা ও পুলিশ অফিস পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আজিজুল ইসলাম। রবিবার বিকালে তিনি পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপাররা, সদর থানার ওসি আলমগীর কবিরসহ পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তিনি পুলিশ অফিস-সদর থানার রেজিস্ট্রার পত্রাদি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিসারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি পুলিশ লাইনে পৌঁছলে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন।