বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ৫ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ এনে ভ্যাট কর্মকর্তা বিরুদ্ধে মামলা দায়ের নবীগঞ্জে অবশেষে শ্রীঘরে আশকান্দির দিলশাদ ও মহসিন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম গনতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা হবে-সেলিম নবীগঞ্জ গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল ও কমিটি গঠন অনুষ্ঠানে নুরের উপর মিথ্যা মামলার নিন্দা নবীগঞ্জের উমরপুরে পর্তুগাল প্রবাসী নজরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে গজনাইপুর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে সুদের টাকার জন্য হাত ভেঙে দেয়ার অভিযোগ শিশু আদালতের পিপি হলেন হাফিজুল ॥ সহকারি পিপি শায়লা

নবীগঞ্জের অবৈধ গরুর বাজারে মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের উপর হামলা

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অবৈধ জনতার বাজারে মাইকে ঘোষণা দিয়ে ৪ টেলিভিশন সাংবাদিকের উপর হামলা করেছে বাজার কমিটির লোকজন। এ সময় হামলাকারীরা দুটি ক্যামেরা, ট্রাইপড ভাংচুর করে এবং সাংবাদিকদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। গতকাল শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত সাংবাদিকরা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও বাজার কমিটির লোকজন দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে অবৈধভাবে জনতার গরুর বাজার বসিয়ে রশিদ দিয়ে পশু বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর বাজার বসানোর কারনে মহাসড়কে তীব্র যানজট দেখা যায়। বিষয়টি জানতে পেরে গতকাল দুপুরে জিটিভি ও বাসস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির এস এম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় ও মাইটিভির নিরঞ্জন গোস্বামী শুভ সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় তাদের দেখেই উত্তেজিত হয়ে উঠেন বাজারে থাকা কাউছার তালুকদার, গোলাম মর্তুজা স্বপন ও জাহিদ মিয়াসহ ২০/২৫ জন জন। এক পর্যায়ে বাজার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কাউছার তালুকদারের নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে উল্লেখিতরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুটি ক্যামেরা ও ১টি ট্রাইপড ভাংচুর করে এবং ১টি ক্যামেরা, ১টি ট্রাইপড ও ১ মোবাইল ছিনিয়ে নেয়। এদিকে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে হাট। হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান চলতি বছরের ৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনতার বাজার পশুর হাট অপসারণের নির্দেশ দেন। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছিল, সরকারি অনুমতি ছাড়া কেউ হাট পরিচালনা করলে বা সহযোগিতা করলে তা হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
তবে প্রশাসনের এ নির্দেশ অমান্য করেই চলতি ফেব্রুয়ারি মাস থেকে প্রতি শনিবার অবৈধভাবে হাট বসছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এই হাট পরিচালনা করছেন, যার ফলে সরকার রাজস্ব হারালেও কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে। বাজারটি বসিয়ে তারা কোটি টাকা বানিজ্য করছে। অন্যদিকে, যানজট ও জনদুর্ভোগ চরমে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় প্রতি শনিবার পশুর হাট বসার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও প্রকট হবে। স্থানীয়দের কাছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার অফিস সহকারীরা সঠিক তথ্য দিচ্ছেন না, যার ফলে তিনি কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছেন না।
স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং অবৈধ হাটের বিরুদ্ধে দ্রুত পদপে নেওয়ার দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পরে আমি নিজেও পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com