নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবকের উপর হামলার ঘটনার জের ধরে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ইমরান মিয়া (২০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের পাঞ্চায়েতি একটি খাল থেকে মাটি নেয় কে কেন্দ্র করে গত শুক্রবার নবীগঞ্জ উপজেলার দাউদপুরে আলমগীর মিয়া (৩০)কে মারধর করে যুবলীগ নেতা ফখরুল ইসলাম জুয়েল। এঘটনার প্রতিবাদ করতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমান আহত হন। গুরুতর আহত অবস্থায় আলমগীর মিয়াকে মৌলভীবাজার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল আলমগীরের পক্ষের ইমরান মিয়া (২০) এর উপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় ইমরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু’দিনের ঘটনায় আহত আব্দুল হান্নান (৫৬), আফজল মিয়া (৫৫), লালন মিয়া (৫৫), জনৈকা গৃহবধূ (৩৭), জনৈকা গৃহবধূ (২৮), জসিম উদ্দীন (২৮), ধন মিয়া (৬৫), জনৈকা গৃহবধূ (৫০), আলমগীর মিয়া (৩০) ও তার স্ত্রী সুমি আক্তার (২০) সহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।