স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুহিদ চৌধুরী (২২) কে আটক করেছে জনতা। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। তিনি ইনাতাবাদ এলাকার আব্দুল কাইয়ূম চৌধুরীর পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় আল মুহিদ চৌধুরী ইনাতাবাদ এলাকায় ঘুরাফেরা করার সময় একদল যুবক তাকে আটক করে মারধোর করে সদর থানায় সোপর্দ করে। তারা জানায়, বৈষম্যবিরোধী আন্দোলতে সে সরাসরি অংশগ্রহণ করে। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের অন্যতম সহযোগী ছিল। এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানা, যুবকরা তাকে থানায় দিয়ে গেছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।