স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও নবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, র্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর ডিএডি মোঃ ইউসুফ ও তার সঙ্গীয় ফোর্স, হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের দুইজন পরিদর্শক হরিপদ চন্দ্র দাস ও মোঃ গোলাম সামধানী, বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ ও নবীগঞ্জ থানার এসআই আরাফাত হোসাইন সহ পুলিশ সদস্যগণ। পরিবেশ আদালত সূত্রে জানা যায় যে, দেশের চলমান পরিবেশের দূষণরোধ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার নিমিত্তে বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রথমে বাহুবল থানাধীন দ্বিমুড়াস্থ মেসার্স মেট্রো বিক্রম, প্রোঃ হাজী সামছুল হক; ভোলকোটস্থ মেসার্স সানমুন বিক্রস, প্রোঃ মোঃ আব্দাল মিয়া ও শাহজাহান মিয়া; তগলীস্থ মেসার্স সাগর বিক্সস, প্রোঃ নুরুল হক আছকির এবং ২য় দফায় নবীগঞ্জ থানাধীন মান্দারকান্দিস্থ মেসার্স কিবরিয়া বিক্সস, প্রোঃ হায়দার মিয়াদের ইটের ভাটায় অভিযান চালায়। অভিযানকালে ইট ভাটার ইট তৈরীর প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহৃত মাটি ও তা সংগ্রহের উৎস এবং জ্বালানী সংক্রান্তে সংশ্লিষ্ট আইনের বিধান মানা হচ্ছে কিনা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতিপত্র কিংবা লাইসেন্স সংগ্রহ করা হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিষ্ঠানসমূহের সার্বিক দিক পর্যবেক্ষণ করে যে যে বিষয়গুলোর সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলতি হয়েছে সেই বিষয়ে উপস্থিত প্রতিনিধিকে সতর্ক সহ সংশোধনের বিষয়ে দিক নির্দেশনা দেয় হয় এবং ভবিষ্যতে অভিযানে এরূপ সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলতি হলে তাৎনিক আইনানুগভাবে অপরাধ আমল গ্রহণের নির্দেশসহ শাস্তিমূলক আদেশ প্রচারের বিষয়ে সতর্ক করা হয়। উল্লেখ্য পরিবেশ আদালত, ২০১০ এর ৫(২) অধীনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অপরাধ সংক্রান্তে চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট, হবিগঞ্জের নির্দেশে হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ থানায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।