স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে চুরির মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, বহুলা গ্রামের সোনাই মেম্বারের ছেলে মুহিবুর রহমান (৪০) ও ভাদৈ গ্রামরে ছালেক মিয়া (৩৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল শনিবার বিকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।