স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কল্যাণ সভায় সদর থানার এএসআই আব্দুস সামাদ আজাদ ওয়ারেন্ট তামিলের জন্য জেলার শ্রেষ্ট হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইনে কল্যাণ সভায় তাকে শ্রেষ্ট হিসেবে মনোনীত করেন পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারসহ সদর থানার ওসি আলমগীর কবির ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিলসহ অপরাধ নির্মূল করতে সামাদ সক্রিয় ভূমিকা রাখেন।