নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের এমএস মার্কেটে নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্ববধানে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, নুরুল আমিন, পৌর বিএনপির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু, আলাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপির সদস্য সদস্য শাহ মোস্তাকিন, পৌর বিএনপি নেতা সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, হুসাইন আহমেদ, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক, সহসভাপতি আছমত মিয়া, যুগ্ম সম্পাদক অলিউর রহমান, ৩নং ওয়য়ার্ডের সভাপতি তাহিদ আহমেদ, সহসভাপতি শামীম আহমদ, শামস খেলা, ৪নং ওয়ার্ডের সভাপতি খোয়াজ মিয়া, সহ-সভাপতি মিয়াধন মিয়া, মস্তান মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি শহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, ইসমন মিয়া, কামাল আহমেদ, মনসুর আলী মেন্টাই, ৭নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হুসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি রিপন খান, যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, ৯নং ওয়ার্ডের সভাপতি সালিক মিয়া, সহসভাপতি আব্দুল আলীম, বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আনকার মিয়া, পৌর জাসাসের সভাপতি সোনা মিয়া, সহ-সভাপতি কিতাব আলী, বিএনপি নেতা মামদ মিয়া, আব্দুস ছোবান, ছাইম উদ্দিন, মজনু মিয়া, আমির খান, পরিবহণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক খেলু মিয়া, আসমত আলী, রোহেল মিয়া, পৌর মহিলা দলের আহবায়ক রোকেয়া বেগম, ছাত্রদল নেতা শাকিল আহমদ প্রমুখ। এছাড়া নবীগঞ্জ উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।