নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ১১নং গজনাইপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৯ মার্চ ১১নং গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজারের ঈদগাহ ময়দানে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, বিএনপি নেতা হিরা মিয়া, মুনজুর আলী, মাসুক মিয়া, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, যুবদল নেতা সেলু আহমেদ, জুবেল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, যুবদল নেতা শাহিন আহমেদ, বাবলু আহমেদ, নুরুজ জামাল, সুরুখ মিয়া, মুতাদির মিয়া, নাজমুল মিয়া, খোকন মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ আলাল মিয়া, সাবের মিয়া প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।