স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বসবাসরত হবিগঞ্জবাসীদের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট এর দোয়া, আলোচনাসভা ও ইফতার মাহফিল ২০ মার্চ বৃহস্পতিবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ হোটেল গ্রান্ট সুরমায় অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাবেক সিটি কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক ড. হাজেরা আক্তার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাহিদ আলী, সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, এমসি কলেজের সহকারি অধ্যাপক শোয়েব আহমেদ খান, সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল জিপি ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সৈয়দ এম এ মুহিত, এডভোকেট আব্দুর রহমান, গাজী আব্দুল মাবুদ মমশাদ, হোসেন আহমদ, এডভোকেট ড. শহীদুল ইসলাম, লুৎফুর রহমান মোহন, আব্দুল কুদ্দুস, এডভোকেট এম এ মালেক, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, জামাল তরফদার, দুধওয়ালার সত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, নর্থইস্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, নর্থইস্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডেন্টাল ইউনিটের সেক্রেটারি আব্দুল আউয়াল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক সাহেদ মাহমুদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপক ওয়াদুদ মির্জা, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউর রহমান ও জাহেদুল বাহার রাসেল, কর আইনজীবী মোস্তাকিম আহম্মদ কাওছার, নারী উদ্যোক্তা শামসুন্নাহার সোমা, ব্যবসায়ী মওদুদ আহমদ, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) এর সভাপতি শাকিল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খোয়াই বন্ধনের সাবেক সভাপতি সাকির আহমেদ রিপন প্রমুখ। বক্তারা বলেছেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা বদর উদ্দিন ইসহাক আলমাদানী।