স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ১৯ মার্চ ভোরে গুইবিল বিওপি’র একটি বিশেষ টহল দল নায়েক সুবেদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ভুলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি গরু আটক করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২টি ষাড় গরু এবং ১ টি গাভী (বাছুরসহ) আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত গরুর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।