নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাহাড় কাটা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাত করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়।
আসামী হল, পানিউমদা গ্রামের মৃত হারিছ উদ্দিনের পুত্র মোঃ খায়রুল ইসলাম, সদরঘাট (ফকির পাড়া) গ্রামের মৃত আমরু মিয়ার পুত্র জুনেদ মিয়াসহ অজ্ঞাত কয়েকজন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ, আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ (১) এর ক্রমিক ৩,৪,৮ ও ১৫(২) ধারা মোতাবেক নবীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।