লন্ডন প্রতিনিধি ॥ গত ১৭ মার্চ সোমবার লন্ডনস্থ জিএসসি ইউকে’র সদর দফতরে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে মহিমান্বিত করেছেন। আল্লাহতা’আলার এই নিয়ামত ভাগাভাগি করার জন্য সংগঠনের সকলকে নিয়ে একসাথে ইফতার করার নিমিত্তে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম, এ, আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবপ্রজন্মের তরুণ হামজা রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ ও অতিথিগণকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভার সভাপতি এম, এ, আজিজ এবং সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান গাজী, সহ-সভাপতি এম, এ, আওয়াল ও জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক যথাক্রমেঃ জালাল আহমেদ, মারুফ চৌধুরী, অলিউর রহমান শাহীন, কামাল চৌধুরী, ট্রেজারার দেওয়ান সৈয়দ আঃ রব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, সহ সাংগঠনিক সম্পাদক কাজী তাজউদ্দিন আকমাল, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মারুফ, সাংস্কৃতিক সম্পাদক আদিত?্য খান সাদী, মেম্বারশীপ সেক্রেটারি লিয়াকত চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকরামূল বর চৌধুরী উজ্জ্বল, এডুকেশন সম্পাদক সাইফুল ইসলাম হেলাল। সিনিয়র সদস্য জুবায়ের আহমেদ, ব্যারিষ্টার মাহমুদুল হক, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, গীতিকার জাহাঙ্গীর রানা, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, শহীদুর রহমান, মনিরুজ্জামান খিরাজ, সৈয়দ শাহনেওয়াজ, আলাল মহসিন, শাহজাহান কবির, এনায়েত জামান চৌধুরী টফি। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ফারুক আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী বরুন, মোহাম্মদ আলম, জসিম উলবর চৌধুরী, গীতিকার মোফাজ্জল হোসাইন, আব্দুল মোহাইমিন সোহেল, শাহ আলম, শাহ জিয়াউর রহমান ও ফাহিম আহম্মদ, কিবরিয়া চৌধুরী, তানভীর আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার আতাউর রহমান বলেন যে, পবিত্র রমজান মাসের মর্মার্থ হল মহান আল্লাহতা’আলা পবিত্র ‘রমজান মাসে কোরআন নাজিল করেছেন , যার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে মানুষের মঙ্গলের জন্য আদ্যোপান্ত হেদায়েত ও সঠিক পথ দেখিয়েছেন। সুস্পষ্ট নিদর্শনাবলী সংম্বলিত সহ সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। তাই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, নিকটজন, গরিব–মিসকিন, দরিদ্র–অসহায় মানুষদেরকে দান খয়রাত করার নির্দেশনা দিয়েছেন এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়ার কথা বলেছেন। বিত্তবান সকলকে যাকাত, ফিতরা ও ফিদিয়া দিয়ে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ যথাক্রমে সাবেক মেয়র ওমর ফারুক আনসারি, সাবেক সহ-সভাপতি গুলজার হোসেন বাবুল ও কবি দেওয়ান হাবীব চৌধুরী সহ সদ্য প্রয়াত হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশে বিদেশে সকল অসুস্থ নেতাকর্মী ও সদস্যদের রোগমুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন সমাজকর্মে অবদান রাখার জন্য বৃটেনের মহামান্য রাণীর কেতাব প্রাপ্ত অলিউর রহমান শাহীন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে এক আলোচনায় হবিগঞ্জে প্রতিষ্ঠিত হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের পায়তারার প্রতিবাদে আগামী ঈদুল ফিতরের পরে হবিগঞ্জ জেলার সকল প্রবাসীগণকে ঐক্যবদ্ধ করে একটি প্রতিবাদ সভার আয়োজন করার জন্য উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন। ইফতার মাহফিলে হবিগঞ্জ সোসাইটি ইউকে, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে, বৃন্দাবন কলেজ এক্স ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে, চুনারুঘাট ডেভেলপমেন্ট ইউকে, গ্রেটার লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশন ইউকে, লাখাই সমিতি ইউকে, হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে এর নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।