স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত নাগরিক আন্দোলনের আহবানে গতকাল ১৯ মার্চ বুধবার হবিগঞ্জ জেলা বার লাইব্রেরীতে বিকাল ৩টায় আইনজীবী সমিতি, মটর মালিক গ্রুপ, মার্চেন্ট এসোসিয়েশন, টাইলস্ ব্যবসায়ী, চাউল কল ব্যবসায়ী, পরিবেশ আন্দোলন, অটো রিক্সা, টমটম, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দের উপস্থিতিতে হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আতাউর রহমার রুমি’র সভাপতিত্বে ও এডভোকেট জুনায়েদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোছাব্বির বকুল, পিপি এডভোকেট আব্দুল হাই, পিপি নারী ও শিশু এডভোকেট কামাল উদ্দিন সেলিম, সিনিয়র আইনজীবী এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আশরাফুল বারী নোমান, সাবেক সভাপতি এডভোকেট মনোয়ার আলী, সিনিয়র আইনজীবী এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট রহমত এলাহী, এডভোকেট রনধীর দাশ, এডভোকেট এনামুল হক সেলিম, এপিপি শাহ আঙ্গুর আলী, এডভোকেট আব্দুল ওয়াহিদ মুনির, মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর আহ্বায়ক সফিউল বারী আউয়াল, এডভোকেট সারোয়ার আলম চৌধুরী, এডভোকেট এস.এম আউয়াল, এডভোকেট মনমোহন দেবনাথ, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, এডভোকেট সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ, টাইলস ব্যবসায়ী সভাপতি মামুন রশিদ, চাউল কল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক, সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, সংগঠক আজহারুল হক বাকু। উপস্থিত ছিলেন- বাণিজ্যিক এলাকার বিশিষ্ট মুরুব্বী জিয়াউল হক জিয়া, অধ্যক্ষ এনামুল হক, মার্চেন্ট এসোসিয়েশন এর সৈয়দ নজরুল ইসলাম, নাছির উদ্দিন, বদরুল আলম চৌধুরী, ব্যাংকার্স মোঃ আব্দুল্লাহ, মোঃ তোফাজ্জুল সোহেল, নুরুজ্জামান তরফদার, মোশারফ হোসেন শান্ত, সাবেক জিএস এডভোকেট নজরুল আজিজ জুনেদ, হাসবি সাঈদ চৌধুরী, আজমান আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, স্বপন দেব উজ্জ্বল, বিশ্বজিৎ পুরকায়স্থ মিঠু, অটো রিক্সা শ্রমিক নেতা ধনু মিয়া, টমটম মালিক সমিতির নেতা স্বপন গোপ, পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা সাইদুর রহমান, লিয়াকত আলী। সভায় বক্তাগণ বলেন- হবিগঞ্জ জেলার সকল নাগরিকদের প্রাণের দাবী হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় যে কোন ধরণের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা আশা করি অন্তবর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। অন্যথায় সভা, সমাবেশ, মিছিল, মিটিং, হরতাল এমনকি রেলপথ, সড়কপথ অবরোধের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসী তার ন্যায্য অধিকার আদায় করবে।