স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকার ইসলামিয়া রেস্টেুরেন্টে চুরির অপবাদে আটক দুই সহোদরসহ অন্য মামলার ৫ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সদর থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হল, বেবিষ্ট্যান্ড এলাকার ক্যাফে কর্ণারের মালিক ইসলাম উদ্দিনের পুত্র রানা মিয়া (৩০), তার ভাই মিসবাহ উদ্দিন (২৫)। অন্য মামলার গ্রেফতার আসামিরা হল, শামীম আহমেদ, কাওসার আলী ও মর্তুজ আলী। গত মঙ্গলবার ভোরে তাদের হোটেলের ক্যাশ বক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় চোরের দল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করা হয়। গতকাল ওই সময় রিয়াদ পাইপ পিটিংয়ের মালামাল কিনতে আসলে চোরের চেহারার সাথে তার চেহারার কিছুটা মিল থাকায় তাকে ধরে নিয়ে দোকানে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। রিয়াদ চুরির কথা স্বীকার না করলে উল্লেখিতরাসহ আরও কয়েকজন স্টেডিয়ামে নিয়ে হাত-পা বেধে নির্যাতন করে। এক পর্যায়ে তারা তাকে ফেলে রেখে চলে আসে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্তদের ধরতে নির্দেশ দেন। এসআই জয়পাল ও সুজন শ্যামসহ একদল পুলিশ বর্তমানে ক্যাফে কর্ণারে অভিযান চালিয়ে উল্লেখিত দুই ভাইকে আটক করে। এ বিষয়ে রিয়াদের বাবা মোহনপুর এলাকার বাসিন্দা লিটন মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলা এফআইরগণ্যে রুজু করে ওসি আলমগীর কবির আটকদের কোর্টে প্রেরণ করেন। তবে একটি সূত্র জানায়, বাদীকে ভয় দেখিয়ে প্রভাবশালীরা আপোসে রফাদফার চেষ্টা করছে।