শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়-নদীর চর কেটে মাটি ও বালু বিক্রির ঘটনায় ৩টি মামলা দায়ের মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় কিসমিস আটক বাহুবলের মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৫ খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে ফিসারী দখলের অভিযোগ ॥ প্রশাসনের অবহেলার কারণ জানতে চেয়েছেন আদালত টাউন মডেল পুকুর খনন ও পরিচ্ছন্নকরণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নবীগঞ্জে শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল যুবদল নেতা রায়েছ চৌধুরীর উদ্যোগে নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল পথচারীদের মাঝে ইফতার বিতরণ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজমিরীগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে দুর্বৃত্তদের হানা

বানিয়াচংয়ে ইফতারে মাওঃ আব্দুল বাছিত আজাদ ॥ ‘বিভেদ নয় ঐক্য চাই কল্যাণমূলক রাষ্ট্র চাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপিসহ সব ইসলামপন্থী রাজনৈতিক দলের ঐক্যের ডাক দিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। গতকাল (১৯ মার্চ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখার সময় তিনি এ ডাক দিয়ে বলেন, “বিভেদ নয় ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই”। বড়বাজারস্থ জননী কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার, আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মস্তোফা, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক লুৎফুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর ডা. খন্দকার তালেব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদিছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা বশীর উদ্দিন আহমদ, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, জেলা ইমাম সমিতির নেতা মুফতি আতাউর রহমান, গণ অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাংবাদিক এসএম খোকন, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিছুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রিমন প্রমূখ। যুব জমিয়ত নেতা মাওলানা শেখ বশীর আহমেদের সঞ্চালনায় মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলামের বানিয়াচং উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল জলীল ইউসুফী, মাওলানা ইকবাল হোসাইনসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ বক্তব্য ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com