স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকর এর প্রতিষ্ঠাতা সম্পাদক নোমান চৌধুরী এবং প্রকাশক মেহের নিগার এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রভাকরের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ হোসাইন আহমেদ চৌধুরী। দোয়ার পূর্বে প্রয়াত এই দম্পতি সম্পর্কে স্মৃতিচারণ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) সৈয়দ সায়েম আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হক ও এডভোকেট এনামুল হক সেলিম, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, পৌর জামায়াত ইসলামীর আমীর আতিকুল ইসলাম সোহাগ, সেক্রেটারি মুজিবুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সজল মুন্সী ও মুবিন মিয়া, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রদীপ দাশ সাগর, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ্েগ্লাবাল টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, গ্রাম আদালত প্রকল্পের লাখাই উপজেলা সমন্বয়ক আলমগীর মিয়া, বানিয়াচং আইডিয়াল কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলীম তালুকদার, ছাত্রদল নেতা আশরাফুল আলম রিয়াজ প্রমুখ। উক্ত দোয়া ইফতার মাহফিলে অতিথিদের স্বাগত জানান- হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রভাকরের সাবেক সম্পাদক শোয়েব চৌধুরী, দৈনিক প্রভাকর এর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম নোমান চৌধুরী এবং প্রকাশক মরহুমা মেহের নিগারের একমাত্র সন্তান নাঈম চৌধুরী, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক সালেহ আহমেদ চৌধুরী ও জাহাঙ্গীর রহমান, বার্তা সম্পাদক রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার রেজাউল করিম, স্টাফ রিপোর্টার এম এ ওয়াহেদ, তোফাজ্জল হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, মুক্তাদির হাসান সেবুল, ডিজাইনার এমরান আহমেদ ও সার্কুলেশন ম্যানেজার ফজল মিয়া।