বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাখা বরাক নদী যে কোন মূল্যে উন্মুক্ত রাখতে ১১ গ্রামবাসীর অঙ্গিকার

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার বিকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর বাজারে শাখা বরাক নদী আহ্বায়ক কমিটির এক পরামর্শ সভা তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ এর সভাপতিত্বে ও দুলা মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় শাখা বরাক নদীর দুই পাড়ের গ্রামের লোকজন স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করে যে কোন মূল্যে স্বার্থান্বেষী মহলের কবল থেকে নদীটি রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এক পর্যায়ে পরামর্শ সভাটি লোকে লোকারণ্য হয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। এ সময় বক্তাগণ শাখা বরাক নদীকে উন্মুুক্ত রাখার জন্য যেকোন পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে শাখা বরাক নদীকে উন্মুুক্ত রাখার জন্য আহ্বায়ক কমিটিকে এলাকবাসীর পক্ষ থেকে যা করণীয় তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এবং প্রশাসনের প্রতি এলাকাবাসী জোর দাবী করেন শাখা বরাক নদীকে উন্মুুক্ত করে এগার গ্রামবাসীর প্রাণের দাবী মেনে নেওয়ার ও এলাকার শান্তি শৃঙ্খলায় যাতে বিঘœ না ঘটে সে দিকে লক্ষ্য রেখে আইনআনুগ ব্যবস্থা নেওয়া। সভায় বক্তব্য রাখেন এডঃ আলাউদ্দিন তালুকদার, তাইদুল মেম্বার, মদন রায়, শানু মিয়া, আকল মিয়া, আনু মিয়া, শেখ হিফজুর রহমান, আলাউদ্দিন, আলী আহাদ, দুধু মিয়া, সালেক মিয়া, মান্নান মেম্বার, আলতা মিয়া, সেলিম আহমেদ, গিয়াস উদ্দিন, ইয়াকুত মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com