রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে পাগল পেঠানো মামলায় যুবক জেল হাজতে

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বকুল নামের এক আসামীর জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আসামীরা হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজেস্ট্রেট কামরুল ইসলাম ৩ আসামী মোতালিব মিয়া, মকুল, সেকুল মিয়ার জামিন মঞ্জুর করে মামলার অন্যতম আসামী বকুলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন বাদি হয়ে আদালতে ৪ জনকে আসামী করে মামলা দাযের করেন। মামলা আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিযা,তার পুত্র বকুল, মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন। গতকাল মঙ্গলবার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বকুলের জামিন না-মঞ্জুর করেন। বাদি পক্ষে আইনজীবি হিসেবে এডঃ শাহ ফকরুজ্জামান, মহিবুর রহমান জিতুসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com