স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে ইব্রাহিম মিয়া (১০) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের কাজল মিয়ার পুত্র। মঙ্গলবার দুপুরে শিশুটি খেলার সময় পাশের নালায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজ করে বিকালের দিকে তার লাশ ভেসে উঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তবে শিশুটি প্রতিবন্ধী ছিলো বলে জানা গেছে।