নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারি পিংলি নদীর ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে সরকারী খাস খতিয়ানের জায়গা মাটি দিয়ে ভরাট করে জায়গা দখলের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা বাজারের পার্শ্ববর্তী সরকারি নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইনাতগনজ ইউনিয়নের কতিপয় লোকজন। অবৈধ মাটি দিয়ে সরকারি জায়গা জোর পূর্বক খাস খতিয়ানে জায়গা দখল করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এ নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে অবস্থান করছেন গ্রামবাসী। এনিয়ে উত্তেজনা বিরাজ করচ্ছে গ্রামবাসীদের মধ্যে। যেকোন সময় ওই জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। গতকাল খবর পেয়ে ইউনিয়ন তহশিলদার আজাদ চৌধুরী সরজমিনে গিয়ে কাজ বন্ধ করে আসেন। নবীগঞ্জ উপজেলার প্রশাসনের প্রতি গ্রামবাসী দাবি অবৈধ দখলদার ও মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা করার দাবি জানান।