মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আপন ভুবনে মানুষের ভালবাসায় সিক্ত বিখ্যাত ফুটবলার হামজা বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ডাঃ মুশফিক চৌধুরী, কেয়া চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৮৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের নবীগঞ্জের নিহত আজমত আলীর পরিবার এখনও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কোন সহায়তা পাননি খোশ আমদেদ মাহে রমজান পিতৃভূমিতে পা রেখেই বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান দিলেন হামজা রামনগরে সরকারি জায়গা থেকে মাটি-বালু উত্তোলন ॥ উত্তেজনা নবীগঞ্জে গনঅধিকার পরিষদে যোগদান করেছেন অর্ধশধিক যুবক ধর্ষিতার পরিবারের পাশে বানিয়াচং প্রেসক্লাব শায়েস্তানগরে দুই মাংসের দোকানকে জরিমানা চুনারুঘাটে পুর্ব শত্রুতার জের ধরে নারী আহত

নবীগঞ্জ ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফার্মাসিউক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র সভাপতি মোঃ গোলাম রহমান লিমন এর আয়োজনে ও ফারিয়া’র উপদেষ্টা এরিয়া ম্যানাজার আব্দুল হামিদের সার্বিক সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ ট্রাফিক পয়েন্টস্থ মিম্বর টাওয়ারের ৩য় তলায় বিবিয়ানা চাইনিজ এন্ড পার্টি সেন্টারে গত শনিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন নবীগঞ্জের বিশেষজ্ঞ ডাক্তার শফিকুর রহমান, ভিজি হেলথ মহাখালী ঢাকার এর পরিচালক ডাঃ অর্ধেন্দু দেব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ মেহেদী হাসান, ডাঃ রেদোয়ান আল মারুফ জোসেফ, কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট্র সমিতির সভাপতি মহিবুর রহমান আকল, সাধারণ সম্পাদক জীবেশ গোপ, উপদেষ্টা মৃণাল কান্তি দাশ বাদল, ঝন্টু রায়, অমলেন্দু সূত্রধর, সংগ্রাম চন্দ্র।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও কবি সাহিত্যিক মোস্তাফিজুর রহমান সেলিম, মাহবুবুর রহমান, জাকারিয়া আহমেদ, তানবীন রহমান, ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু হানিফ, এচাহাক আলী (নিপা ফার্মা), দেবাশীষ (অপসোনিন), ইমানুর রহমান (একমি), সিরাজুল ইসলাম (বেক্সিমকো), মো: জাকারিয়া (জিসকা), শাহিনুর রহমান (এরিস্ট্রো), আরিফুল ইসলাম (ড্রাগ), মোঃ আব্দুল্লাহ (ইবনে সিনা), তারেক মিয়া (ইউরো), নয়ন মনি সরকার (সিলকো), দীনেশ রঞ্জন দাশ (ওয়ান ফার্মা), ফারিয়ার উপদেষ্টা হাকীম নজরুল ইসলাম (ফেনী), বুলবুল আহমেদ (বেঙ্গল), মোশাহিদ আলী (রেনাটা), রমজান আলী (রেনাটা), আল মামুন (ইনসেপ্টা), মেহেদী হাসান (ইউনিমেট), হাফিজুল ইসলাম (এরিস্টোভিশন), বিনয় কুমার বিশ্বাস (এপেক্স), ফারিয়ার অর্থ সম্পাদক মাসুদ তালুকদার (লীড), সাধারণ সম্পাদক রুবেল রানা (রেডিয়েন্ট), সাংগঠনিক সম্পাদক কিরণ দেব (এপেক্স), সহ সাংগঠনিক সম্পাদক গৌতম চন্দ্র দেব (কনকর্ড), সদস্য মহসিন আলী (অপসোনীন), নিকুঞ্জ বিহারী (স্কয়ার), বেনজির খাঁন (বেক্সিমকো), আশরাফুল (এসকেএফ) অনন্ত মোহন রায় (ইনসেপ্টা), আবু হোসেন (এসিআই), আশিষ পাল (পপুলার), মুমিন মিয়া (এসিআই), আব্দুল্লাহ (ডেলটা), মাহবুবুর রহমান (অপসোনিন), জাহাঙ্গীর আলম (বেক্সিমকো), হাবিবুর রহমান (রেনেটা), রুবেল রানা-২ (রেডিয়েন্ট), আশরাফুল (জিসকা), রাশেদুল আলম (ইবনে সিনা), এনামুল (হেলথ কেয়ার), সুব্রত ঘোষ (একমি), হাবিব (স্কয়ার), দুলাল উদ্দিন (স্কয়ার), ইমরান (স্কয়ার), মোঃ মাহমুদুল হাসান (স্কয়ার), শরিফ উদ্দিন (রেডিয়ান্ট), আব্দুল হাদী (রেডিয়েন্ট) নাজমুল হক (রেডিয়েন্ট), নাসির (বেক্সিমকো), সানি খন্দকার (হেলথ কেয়ার), আসাদুজ্জামান (রেনাটা), রাজু আহমেদ (ড্রাগ), মাহফুজ মিম (রেনেটা), এমডি ওমর ইসলাম (ড্রাগ), মোঃ জুবায়ের চৌধুরী (ডেলটা), ফয়সল (জুপিটার), রাব্বানী (ড্রাগ) ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
ফারিয়া’র সভাপতি মোঃ গোলাম রহমান লিমন বিশেষ অতিথি ও সকল ম্যানাজার এবং ফারিয়া’র সদস্যগণকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com