স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। নাগরিক কমিটির হবিগঞ্জ জেলা সংগঠক পলাশ মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশাম হক, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন, মুখপাত্র রাশেদা ইসলাম, এছাড়া নাগরিক কমিটির হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “জুলাই আন্দোলনে বৈষম্য দূর করতে দেশের মানুষ রক্ত দিয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে। সেই জুলাই বিজয়ের চেতনাকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।” ইফতার মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যমে দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার শেষে উপস্থিত সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মনোভাব সৃষ্টি হয়।