স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার এ কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌরসভার ৪০ টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তিনি বিভিন্ন টিকাদান কেন্দ্রে কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান, সিভিল সার্জন ডা. রত্মদীপ বিশ্বাস, আধুনিক জেলা সদর হাসপতালের তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ আমিনুল হক সরকার, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। ৬ থেকে ১১ মাস বয়েসের শিশুদেরকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। হবিগঞ্জ পৌরসভায় ৮ হাজার ৫ শ ৩৮ জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে টিকা খাওয়ানো হয়েছে ৮ হাজার ২ শ ৯৮ জন শিশুকে।