স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে। এতে দুইজন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় মোকামবাড়ি এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে আলিরাজ, মৃত ফজলু মিয়ার ছেলে সালা উদ্দিনকে হবিগঞ্জ থেকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই গ্রামের সিরাজ মিয়ার সাথে মঙ্গলবার মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।