স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে স্বাধীন গোপ (১৫) নামে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (১৫ মার্চ) সকাল প্রায় ১১টার সময় উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুপ মহল্লার সুধাংশ গুপের ছেলে নিজের রোমে আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সুধাংশ গুপের দুই সন্তান, ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে স্বাধীন গোপ‘ই ছিলো তার প্রথম সন্তান, সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর ছাত্র ছিলো। সকালে প্রাইভেট থেকে এসে তার রোমের দরজা ভিতর থেকে লাগিয়ে গলায় ফাস দেয় স্বাধীন গুপ, এ সময় হঠাত রোমের ভিতর থেকে অন্যরকম শব্দ আসায় তারে ডাকাডাকি করেও দরজা না খুলায়, জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে ছেলের লাশ ঝুলছে। এ সময় তাদের চিৎকারে স্বজনেরা ছুটে এসে স্বাধীন‘কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তথখনা জীবিতি ভেবে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল আওয়াল লাশটির পরবর্তী কার্যক্রমের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এসআই মোহাম্মদ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে ময়না তদন্ত শেষে রাত ১০ টার দিকে দাহ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।