রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের কালাভরপুরে সংঘর্ষে আহত ২৫ বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ॥ গুলিবিদ্ধ ১ হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেপ্তার ৩ রাজিউড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ক্যাম্পেইন অনুষ্টিত জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে জালাল খান ॥ মুনিম বাবুসহ জাপা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত নবীগঞ্জে এতিমদের সম্মানে ছাত্রদলের ইফতার মাহফিল ইকরামে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ ॥ ২ জন সিলেট প্রেরণ আর্তমানবতায় সেবা’র প্রত্যয়ে হবিগঞ্জ আর-রাইয়্যান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

বানিয়াচংয়ে গলায় ফাস দিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে স্বাধীন গোপ (১৫) নামে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (১৫ মার্চ) সকাল প্রায় ১১টার সময় উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুপ মহল্লার সুধাংশ গুপের ছেলে নিজের রোমে আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সুধাংশ গুপের দুই সন্তান, ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে স্বাধীন গোপ‘ই ছিলো তার প্রথম সন্তান, সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর ছাত্র ছিলো। সকালে প্রাইভেট থেকে এসে তার রোমের দরজা ভিতর থেকে লাগিয়ে গলায় ফাস দেয় স্বাধীন গুপ, এ সময় হঠাত রোমের ভিতর থেকে অন্যরকম শব্দ আসায় তারে ডাকাডাকি করেও দরজা না খুলায়, জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে ছেলের লাশ ঝুলছে। এ সময় তাদের চিৎকারে স্বজনেরা ছুটে এসে স্বাধীন‘কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তথখনা জীবিতি ভেবে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল আওয়াল লাশটির পরবর্তী কার্যক্রমের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এসআই মোহাম্মদ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে ময়না তদন্ত শেষে রাত ১০ টার দিকে দাহ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com