স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে ৩টি ট্রান্সফরমারের তামার তার খুলে নিয়ে গেছে চোরের দল। ফলে বাগান ও আশপাশের এলাকা অন্ধকারে রয়েছে। অভিযোগ আছে বারবার এমন ঘটনা ঘটলেও চুনারুঘাট থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিনদিন চোরের উপদ্রব বেড়েই চলেছে। রাতের আঁধারে গাছসহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে। জানা যায়, গত ১৪ মার্চ গভীর রাতে দেউন্দি চা বাগানের আওতাধীন গেলানিয়া ফাঁড়ি বাগানের ২৪/বি সেকশনের মধ্যে অবস্থিত ফার্ম ঘর থেকে ৩টি ট্রান্সফরমার খুলে তামার তার নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ওই বাগানের সহকারি ব্যবস্থাপক হিমালয় শাখা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো চোর বা রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে বাগান কর্মকর্তা-কর্মচারীরা আতংকে রয়েছেন।