স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের বনিক পাড়ায় সাউথ আফ্রিকা প্রবাসী রাজিব বণিকের বাড়িতে অনশনকারী নারী পপি রাণী বণিক (২৮) অসুস্থ হয়ে পড়েছেন। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গত বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত তিনি ওই বাড়িতে অনশন করেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে গত ৫ মার্চ মৃত সত্য বনিকের পুত্র সাউথ আফ্রিকা প্রবাসী রাজিব বনিক (৩৪) কে বিয়ের করার দাবিতে অনশন করেন। তিনি রাজিবের বাড়ির দেওয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির অফিসে নেওয়া হয় বিষয়টি সমাধানের জন্য। কিন্তু সমাধান না হওয়ায় গত বৃহস্পতিবার ওই নারী আবারও রাজিব বণিকের বাড়িতে আসেন এবং অনশন শুরু করেন।
অনশনকারী নারী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার সরকার হাটির সঞ্জীব কুমার বনিকের মেয়ে। পূর্বে তার বিয়ে হয়েছিলো মাধবপুরের বণিক পাড়ার দীপক বনিকের সাথে। পরকীয়ায় জড়িয়ে পড়লে দীপক বনিক তাকে ডিভোর্স দেয়। পপি বণিক জানায়, মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ বছর যাবত তাকে অপেক্ষায় রেখেছে রাজিব। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে তার স্বামী দীপক বনিক তাকে ডিভোর্স দেয়। এর আগেও কয়েক দফা সে রাজিবের বাড়িতে এসেছিলো। কিন্তু সমাধান হয়নি।