নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আইনগাঁও সিএনজি স্ট্যান্ড ম্যানেজার দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যাচার হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ সিএনজি চালক শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে রুদ্রগ্রাম সড়কে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করেই ক্লান্ত হয়নি বিপথগামী এই যুবক গুলো। সাধারণ সিএনজি শ্রমিকদের গাড়ি আটক করে রীতিমতো চাঁদাবাজীও শুরু করেছে তারা। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা জুড়ে তোলাপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ শ্রমিকদের গাড়ি আটক করে চাঁদাবাজির ঘটনায় চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। সিএনজি চালক ফয়জুল হক বলেন, বিপথগামী যুবক আদই গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। সহিদের নেতৃত্বে সাধারণ শ্রমিকদের মারধর করে গাড়ি আটক করে রাখা হচ্ছে। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভূমিহীন গ্রামের মনসুর আহমেদ বলেন, আমার একটি সিএনজি তারা আটক করে রেখেছে। আমার অপরাধ গাড়ি কেন চালাই। আমরা অসহায় হয়ে পড়েছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সিএনজি চালক রুহেল মিয়া বলেন, সহিদদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। গাড়ি চালাতে পারছি না। গাড়ি বের করলে তারা আটক করে মারধর করে। সুইয়েল মিয়া নামে এক ব্যক্তি বলেন, গাড়ি আটক করে রাখার ফলে ওই এলাকার যাত্রীরা পড়েছে চরম বিপদে। গাড়ি না পেয়ে পায়ে হেটে যেতে হচ্ছে। এই রোজার মাসে ইভটিজার ও জুয়াড়িদের কারণে আমরা অতিষ্ঠ।