স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রতনপুর ও ছাতিয়াইন সড়কে ডাকাতি সংগঠিত হয়েছে। প্রায়ই সন্ধ্যার পরও ছাতিয়াইন-রতনপুর, ফান্দ্রাউক-খান্দুরা সড়কে যানবাহন আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে যাত্রীরা ওই সড়কে চলতে গিয়ে আতংকে ভুগছেন। গত বুধবার রাতে ওই সড়কে সিমেন্টের ফিলার ফেলে গণডাকাতি শুরু করে।
খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে এক ডাকাতকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাতিয়াইন গ্রামের আবুল খায়েরের পুত্র কুখ্যাত ডাকাত আটক শাহ আলম (২৪) কে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানায় অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।