বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর এলাকায় পুলিশের অভিযানে জুয়া খোলার আসর থেকে ৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল বুধবার মধ্যে রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার মধ্যে রাতে অভিযান পরিচালনা করে মিরপুর এলাকায় জুয়ার আসর থেকে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোণা গ্রামের আব্দুল মালেকের পুত্র তোয়ায়েল আহমদ (২২), মৃত আব্দুল মতিনের পুত্র তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর পুত্র সাজিদ মিয়া (২২), মৃত রফিক উল্ল্যার পুত্র সুজন মিয়া (৩৪), মৃত আরব আলীর পুত্র নজরুল ইসলাম (২০), মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার পুত্র মিজানুর রহমান (৩০), আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর পুত্র বিল্লাল মিয়া (২৭), চন্দ্রছড়ি গ্রামের মৃত কুদরত আলীর পুত্র হান্নান মিয়া (৩২) গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৭২০০ টাকা জব্দ করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (মামলা নং- ০৯, তাং- ১৩/০৩/২০২৫ খ্রি:) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।