স্টাফ রিপোর্টার ॥ মাগুরার শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে বানিয়াচংসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জের শিল্পী সমাজ। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান চৌধুরী।
মানববন্ধনে বিশিষ্ট নাট্য অভিনেতা ও কণ্ঠশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, রাজ চৌধুরী সুমন, সৈয়দ আজাহারুল হক বাকু, সাইফুর রহমান চৌধুরী পাপলু, ফুজায়েল আব্দুল্লাহ, সাইফুদ্দিন জাবেদ, শিমু চৌধুরী, শিরিন আক্তার সোনিয়া, শেখ ওসমান গনি রুমী, নূরে আলম, গাজীউর রহমান আশিকী, মোহাম্মদ নায়েব হোসেন, হাবীব খোকন, সুমী দাস গুপ্তা, তৈহিদ বিন আজাদ, সামিয়া, সাদিয়া, সাদিজা, হুমায়রা প্রমুখ শিল্পীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন- মাগুরার নিষ্পাপ শিশু আছিয়াকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে স্তম্ভিত করেছে। দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার মতো ভয়াবহ অপরাধ দিন দিন বাড়ছে, যা রুখতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন-, দেশে কঠোর আইন থাকলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, ফলে অপরাধীরা আরও বেশি উৎসাহিত হয়। তাই বিচার ব্যবস্থাকে দ্রুত ও কার্যকর করার পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। বক্তারা বলেন- একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। হবিগঞ্জ শিল্পী সমাজের নেতৃবৃন্দ বলেন- শুধু হবিগঞ্জ নয়, সারাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আছিয়ার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।