স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে চেক ডিজনার মামলায় পরোয়ানাভূক্ত পলাতক আসামী দিলোয়ার হোসেন (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গরুর বাজারের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার আজিমনগর জুম্মাহাটি গ্রামের মৃত-কদর মিয়ার পুত্র। জানা যায়, নবীগঞ্জ কোর্টে ২০২৪ সালের ৭৩৪/২৪ নম্বর একখানা চেক ডিজনার মামলা রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সে পুলিশের খাতায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী হিসেবে চিহ্নিত রয়েছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মাইনুল হাসান জানান সে চেক ডিজনার মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।