নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারকে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে কারন দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান স্বাক্ষরিত নোটিশটি ১০ মার্চ প্রদান করা হয়। নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকে, বিতর্কিত কর্মকান্ড দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদও সদস্য সচিব এমদাদুল হক ইমরানের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।