স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে হানিফ মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রবি মিয়ার পুত্র। গত শনিবার রাত ১০টার দিকে উমেদনগর এলাকায় সে ইয়াবা বিক্রিকালে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে গতকাল রবিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।