স্টাফ রিপোর্টার ॥ মানহীনতার অজুহাতে হবিগঞ্জের মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত ছাত্র সমাজ হবিগঞ্জ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান রাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত ছাত্র-জনতার পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও অংশগ্রহণ করেন হবিগঞ্জ মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীরা। উপস্থিত বক্তারা বলে, অবিলম্বে মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করে সেখানে মেডিকেল কলেজ পরিচালনা করার জন্য যাবতীয় অবকাঠামো তৈরি করতে হবে। অন্যতায় হবিগঞ্জের ছাত্র সমাজ লাগাতার আন্দোলনে নামবে। প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। যতদিন না তাদের দাবি আদায় হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে উপস্থিত ছিলেন- নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন, মুখপাত্র রাশেদা ইসলাম, হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ছাত্র-জনতা।