স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব বলেছেন, হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করার জন্য পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছিল। তার উদ্দেশ্য ছিল শুধু তাঁর দল থাকবে, আর কোনো দল থাকবে না। হাসিনা সরকার রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে। সব ইনিস্টিটিউশন ধ্বংস করেছে। সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ২০১৪ সালে জাতীয় সংসদের পাতানো নির্বাচনে ৩০০ জনের মাঝে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে হাসিনা সরকার।
গতকাল বুধবার বানিয়াচং উপজেলার আদর্শবাজার যুবদলের উদ্যোগে আদর্শবাজার ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব উপরোক্ত কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আহমেদ আলী মুকিব বলেন, সাধারণ মানুষ সংস্কার বুঝে না। জনগণ চায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। সুতরাং সংস্কারের নামে দেশে অরাজকতা করার চেষ্টা করবেন না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুণ। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।’
আদর্শ বাজার যুবদলের সভাপতি মোঃ মোজাম্মিল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, জেলা যুবদল নেতা আজিজুর রহমান, বানিয়াচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ আলী, সদস্য ইমরান মিয়া, বানিয়াচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল, সদস্য সচিব এম এ হাসান ও যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ। দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমিন।