স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুুর ইউনিয়নের রেমা চা বাগান থেকে কানুন মুন্ডা (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত বুন্দা মুন্ডার স্ত্রী। জানা যায়, গতকাল তার ছেলেমেয়ে কাজে চলে যায়। বুধবার বিকাল ৪টার দিকে বাদামতলি চা বাগানের টিলায় বাদাম গাছের ডালে তার শাড়ি পেচানো দেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওসি নুরে আলম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সে মানসিক বিকারগ্রস্ত ছিলো বলে জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।