রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

চিরনিদ্রায় শায়িত শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলায় কবির কলেজিয়েট একাডেমী, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজসহ অসংখ্য মসজিদ, মাদরাসা, গোরস্থান এর প্রতিষ্ঠাতা ও স্থাপনকারী, হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, সম্মুখসমরে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির চিরনিন্দ্রায় শায়িত হলেন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জেলা সদর সহ বিভিন্ন স্থান থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার হাজার হাজার মানুষ জানাযা নামাজে অংশ গ্রহণ করেন। জানাযা নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির কে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
ব্রেইন স্ট্রোক আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টায়র দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির হবিগঞ্জের শিক্ষাবিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন। জায়গা ও অর্থ দিয়ে নিজ গ্রামে মায়ের নামে ‘জহুর চান বিবি মহিলা কলেজ’ এবং হবিগঞ্জের আনন্দপুরে নিজের নামে কবির কলেজিয়েট একাডেমি স্থাপন করেন। শায়েস্তাগঞ্জের সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবাসপুর জামে মসজিদ, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় মসজিদুল আমিন, বাবার নামে বিরামচর গ্রামে আশরাফ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন নিজ অর্থে।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ১৯৫৩ সালে ৩১ ডিসেম্বর সাবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বৃন্দাবন সরকারি কলেজে পড়ার সময় তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে তিনি শায়েস্তাগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি ক্যাপেটন এজাজ আহমদ চৌধুরীর অধীনে হবিগঞ্জ ও মৌলভীবাজরের বিভিন্ন স্থানে অসীম সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনাতার পরে তিনি ব্যবসার সাথে জড়িত হন। ১৯৭৬ সালে তিনি আশরাফিয়া লাইব্রেরী ও ১৯৮৪ সালে নিশান ওভারসীজ পরে আইডিয়াল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সততার সাথে জনশক্তি রপ্তানীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হবিগঞ্জ সমিতি, জালালাবাদ এসাসিয়েশন ও হবিগঞ্জ প্রেসক্লাবের তিনি আজীবন সদস্য ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com