স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ভোক্তা সমিতি (ক্যাব) হবিগঞ্জ জেলার সদস্য দেওয়ান মিয়ার হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফীস্থ বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
দেওয়ান মিয়া জানান, গতকাল বিকালে ভোক্তাঅধিকার ও সেনাবাহিনী শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথ অভিযান চালায়। ক্যাবের সদস্য হিসাবে তিনিও তাদের সঙ্গে ছিলেন।
অভিযানের এক পর্যায়ে চৌধুরী বাজার রকি এন্টারপ্রাইজে পন্যের মূল্যে তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৫ টার দিকে রকি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মিজান তার ব্যবহৃত ০১৭১৬-০৭৩৬৩৯ নং মোবাইল থেকে ফোন করে দেওয়ান মিয়াকে এই অভিযানের জন্য দোষারোপ করে হুমকি প্রদান করেন এবং তাকে দেখে নেয়া হবে বলে হুশিয়ারী দেন। রাত সাড়ে ১০ টার দিকে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফীস্থ দেওয়ান মিয়ার বাসায় হামলা চালায়। হামলাকারীরা দেওয়ান মিয়াকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি করে। এক পর্যায়ে কলাপ্সিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় তারা জ্বালানার গ্লাস ও গ্রীল ভেঙ্গেও ভিতরের প্রবেশের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। তিনি এ হামলার ঘটনার জন্য রকি এন্টারপ্রাইজের মালিক মিজানকে দায়ি করেন। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি আলমগীর কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য দেওয়ান মিয়ার বাসায় গিয়ে ভাংচুরের ঘটনা প্রত্যক্ষ করেন।