স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিক্ষা বিস্তারে অনবদ্য রেখে না ফেরার দেশে চলে গেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির (৭১)। গতকাল সোমবার (৩ মার্চ) সকাল সোয়া দশটায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির হবিগঞ্জের শিক্ষাবিস্তােের ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি জায়গা ও অর্থ দিয়ে নিজ গ্রামে মায়ের নামে ‘জহুর চান বিবি মহিলা কলেজ’ এবং হবিগঞ্জের আনন্দপুরে নিজের নামে কবির কলেজিয়েট একাডেমি স্থাপন করেন। সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবাসপুর জামে মসজিদ, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে মসজিদুল আমিন, বাবার নামে বিরামচর গ্রামে আশরাফ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন নিজ অর্থে। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ১৯৫৩ সালে ৩১ ডিসেম্বর সাবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বৃন্দাবন সরকারি কলেজে পড়ার সময় তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে তিনি শায়েস্তাগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি ক্যাপেটন এজাজ আহমদ চৌধুরীর অধীনে হবিগঞ্জ ও মৌলভীবাজরের বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে অসীম সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনাতার পরে তিনি ব্যবসার সাথে জড়িত হন। ১৯৭৬ সালে তিনি আশরাফিয়া লাইব্রেরী ও ১৯৮৪ সালে নিশান ওভারসীজ পরে আইডিয়াল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনশক্তি রপ্তানীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হবিগঞ্জ সমিতি, জালালাবাদ এসাসিয়েশন ও হবিগঞ্জ প্রেস ক্লাবের তিনি আজীবন সদস্য ছিলেন।
ধর্মভীরু আাব্দুল কবির নিজের পৈত্রিক ভিটাও মসজিদে দান করেছেন। যার ভাড়ায় মসজিদের ইমাম মুয়াজ্জিজের সম্মানি দেওয়া হয়। তাঁর মৃত্যুতে মরহুমের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুম আলহাজ মুহাম্মদ আব্দুল কবির জীবদ্দশায় ইসলাম ধর্মের মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার আমৃত্যু চেষ্টা করে গেছেন। সদালাপী, দানশীল, পরোপকারী ও সহজ-সরল প্রকৃতির আব্দুল কবির অসংখ্যবার পবিত্র হজ্বব্রত পালন করেছেন এবং নিজ টাকায় এলাকার অনেককে হজ্ব করার সুযোগ দিয়েছেন।
তিনি সবসময় অগ্রসর চিন্তা করতেন। ব্যবসায়িক মনোভাবকে উপেক্ষা করে তিনি কেবল ভবিষ্যত প্রজন্মকে জ্ঞানের আলোয় শিক্ষিত করতেই প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও অসংখ্য মসজিদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মানবসেবায় ব্রতী আব্দুল কবির নিজে সংসারী না হলেও রেখে গেছেন হাজার হাজার শিক্ষার্থী, অসংখ্য শিক্ষক, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী। চির কুমার মুক্তিযোদ্ধা কবির অগণিত শিক্ষার্থীকেই মনে করতেন তাঁর সন্তান। মরহুমের বড় ভাই সিরাজ হক ছিলেন সুসাহিত্যিক, জেলা শিক্ষা অফিসার ও বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। মেঝো ভাই আব্দুস শহীদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো ও সর্বশেষ একনজর তাঁকে দেখার জন্য তাঁর মরদেহ তাঁর নিজ হাতে গড়া জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে রাখা হবে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল এগারোটায় জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই সূর্য সন্তানেকে।