স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সেনাবাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান করেছে। অভিযানে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় শহরের চৌধুরী বাজার ও উমেদনগর এলাকায় এ অভিযান করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান করা হয়। এ সময় সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে মেসার্স রকি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং ফৌজিয়া এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা করে মোট ৫৫ হাজার জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে ১১ হাজার ৭৪৪ লিটার রূপচাঁদা সয়াবিন তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ফৌজিয়া এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়। আগামী দুই দিনের মধ্যে ভোক্তাদের মাঝে মজুদ করা সয়াবিন বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, অনেক ব্যবসায়ী বেশী দামে বিক্রির আশায় গোদামে গোপনভাবে সয়াবিন তেল মজুদ করে রেখেছেন। আমরা প্রসাশনের পক্ষ নিয়মিত অভিযান করে এসব তেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।