মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি অভিযানিক দল আলামিন নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক ডাকাতকে গ্রেপ্তার করেছ র্যাব। রোববার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আলামিন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের নানু মিয়ার ছেলে। সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল সত্যতা নিশ্চিত করে জানান- আলামিনের বিরুদ্ধ হবিগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।