স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপি নেতা গিরেন্দ্র চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন- গিরেন্দ্র চন্দ্র রায় হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ৩ বারের মেম্বার। তিনি দীর্ঘ ১৯ বছর জনপ্রতিনিধিত্ব করেছেন এবং একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা। এই রকম একজন প্রবীন মানুষের উপর তেঘরিয়া ইউনিয়ন বিএনিপর সাবেক সভাপতি শিপন আহমেদ আছকির সহ দুর্বৃত্তদের হামলা খুবই দুঃখজনক। তারা অবিলম্ভে শিপন আহমেদ আছকির-কে স্থায়ী ভাবে দল থেকে বহিস্কার করে বিএনপির ভাবমূর্তি উজ্জল করতে আইনের হাতে সোপর্দ করার জন্য জেলা বিএনপি সহ দলীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানান।