স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। বুধবার সকালে থানার ওসির নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, নারী নির্যাতন মামলার পলাতক আসামি কদমতলী গ্রামের অনু মিয়ার পুত্র হাবিবুর রহমান রনি, চরনুর আহমদ গ্রামের আব্দুর রহমানের পুত্র রাব্বি। গতকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।