স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত বুধবার জয়নগর বাজারে মাছ কেনা নিয়ে ওই গ্রামের আরজ আলী ও একই গ্রামের নুসাই মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১৫জন আহত হয়। আহতদের মধ্যে মজিদ মিয়া (৪০), জিন্নত আলী (৩৮), শাহাব উদ্দিন (৩০), নোমান মিয়া (১৬), আব্দুল করিম (৩০), নোয়াব আলী (৫০), জুনেল মিয়া (২৫), মধু মিয়া (৩০), হুকুম আলী (৫৬)কে হবিগঞ্জ ও মুছন মিয়া (৬০)কে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।