মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পবিত্র রমজান মাসকে সামনে রেখে বড়বাজার ব্যবসায়ীদের সাথে বানিয়াচং থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৯টায় বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং থানার সেকেন্ড অফিসান মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, বাজার কমিটির উপদেষ্টা মোঃ আলা উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্যকস’র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, মোঃ নুরুল হক, ব্যবসায়ী মোঃ মফিজ মিয়া, মোঃ আলমগীর মিয়া, শাহ আলম, সামছুর রহমান সামু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ গোলাম মোস্তফা বলেন, বানিয়াচং একটি বিশাল এলাকা, আমাদের সীমিত সংখ্যক পুলিশ সদস্য দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে, তারপরও আপনাদের সহযোগিতা থাকলে আমাদের সীমিত সংখ্যক জনবল দিয়ে-ই আইন শৃংখলা নিয়ন্ত্রন করা সম্ভব হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সততার সাথে নির্ভয়ে ব্যবসা করবেন, যদি সারারাত ক্রেতা থাকে সারারাত দোকান খোলা রেখে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ আমি সার্বক্ষনিক আপনাদের পাশে থাকব। আমি চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বানিয়াচং গড়ে উঠুক, যেখানে একে অপরকে সহযোগিতা করবে, সামনে পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে আপনারা ক্রেতাদের দিকটা একটু বিশেষ বিবেচনায় রাখবেন, যেন কোন অবস্থাতেই ক্রেতা আপনাদের ধারা প্রতারিত না হয়।